নিজস্ব প্রতিবেদন: ভিয়েতনামে মার্চেই লঞ্চ হয়েছিল এই ফোন দু’টি। ২ জুন ভারতে লঞ্চ হচ্ছে Samsung-এর দু’টি বাজেট সেগমেন্টের স্মার্টফোন Samsung Galaxy M01 আর Samsung Galaxy M11। আসুন এই দু’টি স্মার্টফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy M01 স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে রয়েছে ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম আর Snapdragon 439 চিপসেট।


২) এই ফোনে রয়েছে ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।


৩) ৪,০০০ mAh-এর ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকছে 5W চার্জিং-এর সুবিধা।


৪) এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) আর সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।


৫) Samsung Galaxy M01-এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে।


Samsung Galaxy M11 স্পেসিফিকেশন:


১) এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম আর Snapdragon 450 চিপসেট।


২) এই ফোনে রয়েছে ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।


৩) ৪,০০০ mAh-এর ব্যাটারির সঙ্গেই এই ফোনে থাকছে 5W চার্জিং-এর সুবিধা।


৪) এই ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ (১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) আর সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।


৫) কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, Glonass, Beidou ও Galileo। ফোনের ভিতরে রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি। সঙ্গেই রয়েছে 15W ফাস্ট চার্জিং।


৬) Samsung Galaxy M11-এর বেস ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে।