নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ কোরিয়ার সংস্থা Samsung এবার নিয়ে আসতে চলেছে তার নতুন মডেল। Samsung Galaxy M51। সংস্থার পক্ষ থেকে এখনও জানানো হয়নি ঠিক কবে লঞ্চ হবে এই ফোন। কিন্তু মনে করা হচ্ছে আগামী মাসেই লঞ্চ হতে পারে এই ফোন। লঞ্চের আগেই প্রকাশ্যে এল এই ফোনের স্পেসিফিকেশন ও ছবি। ভারতে কবে এই ফোন লঞ্চ করছে সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়াও সম্ভাব্য দাম সম্পর্কেও জানা যায়নি। কিন্তু লাঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হল এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy M51 সম্ভাব্য স্পিসিফিকেশন:


১) এই ফোনে Android v10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।


২) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।


৩) এই ফোনের ভিতরে থাকছে Snapdragon 730 চিপসেট।


৪) তিনটি ভেরিয়েন্ট পাওয়া যাবে এই ফোন। ৬ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৬ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।


৫) ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ৫ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। আর সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


৬) ৪,০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে। এছাড়াও ১৫W ফাস্ট চার্জিং থাকছে।


৭) ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


৮) বাজারে নীল রঙেই পাওয়া যাবে এই ফোন।