নিজস্ব প্রতিবেদন: খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে  Samsung Galaxy S10 Lite, ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এই ফোনে। আজ থেকেই শুরু হয়ে গিয়েছে অনলাইন বুকিং। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy S10 Lite-এর স্পেসিফিকেশন:


১) ৬.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড এনফিনিটি ‘O’ ডিসপ্লে। যার স্ক্রীন রেজোলিউশন ২৪০০ x ১০৮০P এবং ৩৯৪ppi।


২) এই ফোনে ৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৩) এই ফোনে রয়েছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৮৮৫ প্রসেসর।


৪) ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ১২ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড) + ৫ মেগাপিক্সেলের (ম্যাক্রো ক্যামেরা) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


আরও পড়ুন: অবিশ্বাস্য দামে এবার মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে iPhone SE2!


৫)  সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে এই ফোন।


৬) এই ফোনে থাকছে ফাস্ট চার্জিং সুবিধা-সহ ৪,৫০০ mAh-এর ব্যাটারি।


৭) Samsung Galaxy S10 Lite-এর দাম (৮ জিবি RAM আর ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ) শুরু হচ্ছে ৩৯,৯৯৯ টাকা থেকে।