নিজস্ব প্রতিবেদন: ৮ জুন, সোমবার ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy S6 lite ট্যাব। একই সঙ্গে ই-কমার্স সংস্থা Amazon-এ সোমবার দুপুর থেকেই এটির প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ায় আর চিনে Samsung Galaxy S6 lite ট্যাবের বিক্রি শুরু হয়ে গিয়েছে। আসুন এটির স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Samsung Galaxy S6 lite ট্যাবের স্পেসিফিকেশন আর দাম:


১) এটিতে রয়েছে ১০.৪ ইঞ্চি WGGA (১২০০ X ২০০০ পিক্সেল) টিএফটি ডিসপ্লে।


২) Galaxy S6 lite ট্যাবে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে থাকবে One UI 2। এর সঙ্গেই রয়েছে Qualcomm SM8150 Snapdragon 855 (7 nm) চিপসেট।


৩) এটিতে রয়েছে ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।


৪) Galaxy S6 lite ট্যাবে রয়েছে দুটি ক্যামেরা। রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি উচ্চমানের ভিডিয়ো শ্যুট করতে সক্ষম।


৫) এটিতে রয়েছে ৭,০৪০ mAh-এর ব্যাটারি এবং কানেক্টিভিটির জন্য একটি ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.০ আর জিপিএস-এর সুবিধা।


৬) Galaxy S6 lite ট্যাবের দাম শুরু হচ্ছে ৩০ হাজার টাকা থেকে।