ওয়েব ডেস্ক: ফোর জি ফোন আসার পর ট্যাবের বাজার একেবারেই পড়ে গিয়েছে। এরকম এক অবস্থায় স্যামসাং বাজারে আনল স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৭.০। দাম সাড়ে ৯ হাজার টাকা। ট্যাবের এই পড়তি বাজারেও স্যামসাংয়ের দখলে রয়েছে ১৪ শতাংশ শেয়ার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপাতত সাদা ও কালো রঙে পাওয়া ‌যাচ্ছে এই ট্যাব। আমাজন অনলাইন শপ ছাড়াও পাওয়া ‌যাবে রিটেল শপগুলিতেও। রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। জিওর ২৯৯ মাসিক প্ল্যান আগামী ২৪ মাসের জন্য রিচার্জ করলে ক্যাশব্যাক পাওয়া ‌যাবে ২ হাজার টাকা।  


আরও পড়ুন-সুপ্রিম কোর্টের রায়ের পরও এসএমএস পাঠিয়ে স্ত্রীকে তিন তালাক 


দেখে নিন কী রয়েছে এই ট্যাবে


ফোর জি ট্যাবলেট


এইচ ডি ডিসপ্লে


৪০০০ এমএএইচ ব্যাটারি। দাবি করা হচ্ছে, ৯ ঘণ্টা ভিডিও চালানো ‌যাবে।


দেওয়া হয়েছে ১.৫ জিবি র‍্যাম। ইনবিল্ট মেমোরি ৮ জিবি। মাইক্রো এসডি-র সাহা‌য্যে বাড়ানো ‌যাবে ২০০ জিবি।


রয়েছে কিডস মোড। বাচ্চাদের জন্য শিক্ষামূলক বিষয়বস্তু।


প্রসেসর দেওয়া হয়েছে ১.৫ গিগা হার্ৎজ।


৫ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা। ২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


দাম-৯,৫০০ টাকা