এবার ৬০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে স্যামসাংয়ের ফোনে
যেখানে রয়েছে ISOCELL সেন্সরের কথা। যা Galaxy Note 20 Ultra রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: ১০৮ মেগিপিক্সেল ক্যামেরা সেন্সকর তৈরি করার পর ৬০০ মেগিপিক্সেল তৈরির পথে স্যামসাং। এক টিপস্টার তার রিপোর্টে জানিয়েছে, এই সাউথ কোরিয়ান স্মার্টফোন নির্মাতা ৬০০ মেগাপিক্সেল ক্যামেরার উপর কাজ করতে চলেছে।
Ice Universe টুইটারে একটি ছবি পোস্ট করেছে। যেখানে স্যামসাংয়ের আগামী পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। যেখানে রয়েছে ISOCELL সেন্সরের কথা। যা Galaxy Note 20 Ultra রয়েছে।
এই ফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এই মুহূর্তে স্যামসাংয়ের সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ফোন এটি।