ওয়েব ডেস্ক: সামস্যাং, অ্যাপেলের ঝগড়ার গল্পো সকলের জানা। আইনি জটিলতায় ফেঁসে ডিভোর্স হয় দুই টেক জায়েন্টের। তবে সিইও টিম কুকের চেষ্টায় আবারও গাঁটছড়া বাঁধতে চলেছে স্যামসাং ও অ্যাপেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনা যাচ্ছে আগামী অ্যাপেল আইফোনের চিপ তৈরি করবে স্যামসাং। এতদিন পর্যন্ত আইফোন, ম্যাক ও আইপ্যাডের চিপ তৈরি করত সানডিস্ক। স্যামসাং-অ্যাপেল চুক্তির ফলে ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের সংস্থা সানডিস্ক। এই সংস্থার বার্ষিক লাভের ১৯ শতাংশই আসতো অ্যাপেল থেকে।


তবে আইফোনের চিপ তৈরি করলেও স্মার্টফোন তৈরিও চালিয়ে যাবে স্যামসাং। ২০১৪ সালের জুন মাসে স্যাংসাঙের বার্ষিক লাভের ৬০ শতাংশের উত্‍স ছিল স্মার্টফোন। যা বছরের শেষে এসে দাঁড়ায় ৩৭ শতাংশে।