ওয়েব ডেস্ক: স্ক্রিনশট। স্মার্টফোন-কম্পিউটার নির্ভর আজকের দুনিয়ায় যেকোনও প্রমাণ্য হিসাবে বা নেহাত মনে রাখার তাগিদে ক্রিনশট তুলে রাখার অভ্যাস নিয়ত বাড়ছে। কিন্তু, অ্যানড্রয়েড স্মার্টফোনে এই ক্রিনশট নেওয়ার পদ্ধতিটি এতদিন মোটামুটি একই রকমভাবে রয়েছে। সব ক্ষেত্রেই হয় একাধিকবার বোতামে চাপ দিতে হয়, নাহলে টাচ করতে হয়। কিন্তু এবার গুগলের 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' অ্যাসিসট্যান্টের সৌজন্যে কেবল আপনার কণ্ঠস্বরের মাধ্যমেই তুলে নেওয়া যাবে স্ক্রিনশট। আর তারজন্য আপনাকে কেবল বলতে হবে, "ওকে গুগল, টেক আ স্ক্রিনশট"।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি ব্যবস্থায় যে 'কুইক অন-স্ক্রিন' শর্টকাট রয়েছে তার বদলে এবার আপনাকে ফোনটা মুখের কাছে এনে কেবল বলতে হবে ওই বাক্যটি-"ওকে গুগল, টেক আ স্ক্রিনশট"। আর তারপরই ফোন নিজেহতেই তুলে ফেলবে আপনার 'অ্যাক্টিভ স্ক্রিনের' ছবি। শুধু এটুকুই নয়, এই নতুই ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি 'বুদ্ধিমান' হওয়ায় আপনা হতেই বাদ দিয়ে দেবে (ক্রপড আউট) মোবাইল স্ক্রিনের উপর থাকা স্টেটাসবার এবং নেভিগেশন বাটন। তাহলে আর কি, এবার এক কথায় ফোন নিজেই তুলে নেবে নিজের স্ক্রিনের সেলফি! তাড়াতাড়ি একবার পরীক্ষা করে দেখে নিন তো...


আরও পড়ুন- প্রতিদিন ফেসবুক থেকে ডিলিট হচ্ছে ১০ লক্ষ অ্যাকাউন্ট