নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বায়ুসেনা ও ফরাসি বায়ুসেনার যৌথ মহড়া Garuda VI চলছে ফ্রান্সের মন্ত দি মার্সানে। চলতি মাসের শুরু থেকে ১২ জুলাই চলবে এই মহড়া। দুই দেশের যুদ্ধবিমানের উড়ানশৈলীর প্রদর্শনী এবং যুদ্ধ সরঞ্জামের টিউনিং করা হবে এই মহড়ায়। তার সঙ্গে রাফাল, মিরাজ ২০০০, সুখোই ৩০-এর মতো দুই দেশের যুদ্ধবিমানের প্রদর্শনী হবে এই যৌথ মহড়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার ভারতীয় বায়ুসেনা তাদের টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়োয় একটি মহড়ায় সুখোই Su-30MKI যুদ্ধবিমানকে Su-30MKI বিমান থেকে মাঝ আকাশে জ্বালানি ভরতে দেখা যায়। বায়ুসেনার এক বিমানচালকের মতে, মাঝ আকাশে জ্বালানি ভরা খুবই কঠিন কাজ। দুটি বিমানের উড়ানে সঠিক সমন্বয় প্রয়োজন। এই ভাবে জ্বালানি ভরলে এক উড়ানেই অনেক দূর পাড়ি দিতে পারবে যুদ্ধবিমান।


 



দুই দেশের বায়ুসেনার এই মহড়ায় থাকবে ফরাসি রাফাল যুদ্ধবিমানও। ভারতীয় বায়ুসেনাও চলতি বছর পাবে ৩৬টি রাফাল যুদ্ধবিমান।