ওয়েব ডেস্ক : এর আগের দিন আপনাদের বলেছি, কেন ATM-এর পিন ৪ সংখ্যার হয় । দেখিয়েছি, কোথায় ATM মেশিনে কার্ড পাঞ্চ করার পর টাকার বদলে বেরিয়ে আসে সোনা । আজ আপনাদের জানাব ATM সম্পর্কে আরও কিছু অজানা কথা। জানেন কি কোথায় রয়েছে জলে ভাসমান ATM?  সপ্তাহের কোনদিন ATM ব্যবহার হয় সবচেয়ে বেশি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে জেনে নিন-


১) এখানে ATM জলে ভাসে! কেরালা উপকূলে দ্বীপবাসী ও নির্জন দ্বীপের পর্যটকদের কাছে টাকা পৌঁছে দিতে SBI নিয়ে আসে ভাসমান ATM।



২) নিশ্চয় ভাবছেন, শনি কি রবিবারেই সবচেয়ে বেশি ব্যবহার হয় ATM? একদম ভুল। ATM থেকে সবচেয়ে বেশি টাকা তোলা হয় শুক্রবারে।


৩) ভারতে কবে কোথায় প্রথম ATM বসানো হয়, বলুন দেখি? সালটা ১৯৮৬। মুম্বইতে HSBC ব্যাঙ্ক প্রথম ATM মেশিন বসায়। তবে সেইসময় তা সাধারণের জন্য ছিল না। এই ATM ব্যবহার করতেন বড়লোকেরা।


৪) জানেন কি? এই দেশের বেশিরভাগ মানুষের (৮৪ শতাংশ) কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। টাকা তোলা থেকে টাকা জমা, এমনকি নগদ লেনদেনের ক্ষেত্রেও এই দেশে ব্যবহার করা হয় ATM মেশিন। দেশটির নাম রোমানিয়া।



৫) এই দেশের নেই কোনও ATM পিন! ATM কার্ড ও অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখার জন্য ব্রাজিলে ATM বায়োমেট্রিক। ব্যবহার করা হয় ফিঙ্গারপ্রিন্ট।



৬) বিশ্বের সবচেয়ে উচ্চতম ATM অবস্থিত নাথু-লা পাসে। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই ATM-টি মূলত ব্যবহার করেন ওই এলাকায় কর্তব্যরত সেনাকর্মীরা। এছাড়া পর্যটকরাও। বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা এই অঞ্চলে যাতে ATM-টি সারাবছর কাজ করে, তাই ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি।



৭) বিশ্বের সবচেয়ে কম সংখ্যক ATM রয়েছে আন্টার্কটিকায়। মাত্র ২টি। তাও আবার যখন একটি কাজ করে, তখন অপরটি বন্ধ থাকে। আর বছরে একবার গরমকালে একজন টেকনিশিয়ান গিয়ে সেই ATM দুটির তদারকি করেন।