ওয়েব ডেস্ক: এবার থেকে চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন। এই জন্য গেজক্যাপচার নামের একটি অ্যাপও তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইনফরমেটিক্সের একদল গবেষক। তাঁদের দাবি, অ্যাপটি কাজে লাগিয়ে স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করার পাশাপাশি গেমও নাকি খেলা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ATM থেকে টাকা বেরোল না, অথচ অ্যাকাউন্ট থেকে টাকা কমে গেল, জানুন তখন কী করবেন!


বিশেষ ধরনের অ্যাপটি স্মার্টফোনের সামনের ক্যামেরা কাজে লাগিয়ে ব্যবহারকারীর চোখের মণি শনাক্ত করে। এরপর স্মার্টফোনের স্ক্রিনকে এক সেন্টিমিটার পর পর ভাগ করে ব্যবহারকারীদের চোখ স্ক্রিনের ঠিক কোন জায়গায় রয়েছে তা শনাক্ত করে বিভিন্ন নির্দেশ দেয়। এতে আগামী দিনে মোবাইল ব্যবহারকারীদের আরও সুবিধা হবে।


আরও পড়ুন  শুধু লেখা নয়, বৃষ্টির রাতে শুনুন এক অন্য FM