ওয়েব ডেস্ক: সত্যিই ইন্টারনেট মানুষের কত সুবিধা করে দিয়েছে। অন্য অনকে সুবিধার কথা না হয়, ছেড়েই দিলাম। কিন্তু কেনাকাটায় মানুষের যে অনেক সুবিধা হয়েছে, তার উদাহরণ এটিই। অনলাইনে মাত্র ২ সেকেন্ডে বিক্রি হয়ে গেল ৭০ হাজার স্মার্ট ফোন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লিইকো এলই-১এস নামে একটি স্মার্ট ফোন নতুন লঞ্চ করেছে। সংস্থাটির দাবি, অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে মাত্র ২ সেকেন্ডে ৭০ হাজারটি  এলই-১এস স্মার্ট ফোন বিক্রি হয়েছে। ভারতে লিইকোর কর্মকর্তা অতুল জৈন বলেছেন, 'এটি একটি নতুন রেকর্ড। মুহূর্তের মধ্যে ৭০ হাজার মোবাইল বিক্রি হওয়ায় আমরা খুশি।'


খুশি হবেন সেটাই তো স্বাভাবিক। মাত্র ২ সেকেণ্ডেই যদি ৭০ হাজার স্মার্ট ফোন বিক্রি হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের তো আনন্দ হওয়ারই কথা। যাক দেশ অন্তত ফোনের দৌলতে অনেক বেশি স্মার্ট হওয়ার পথে এগোচ্ছে।