ওয়েব ডেস্ক: কম দামি স্মার্ট ফোন নিয়ে খুব মাতামাতি করছেন। তাও তো সবে বুকিং করেছেন, হাতে এখনও পাননি। কারও কারও আবার এখনও বুকিংও হয়নি। কবে বুকিং হবে, কবে হাতে পাবেন, সে সব এখন গল্প। তাই কম দামি স্মার্ট ফোন নিয়ে মাতামাতিটা একটু কম করে দেখে নিন এমন এক ফোন, যা মাত্র ১৫ মিনিটে পুরো চার্জ হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনার ফোন পুরো চার্জ দিতে কত সময় লাগে? খুব কম হলেও ঘণ্টা দুয়েক। আর যাঁদের ফোনের ব্যাটারি খারাপ, তাঁদের তো সমস্যার শেষ নেই। ঘণ্টায় ঘণ্টায় চার্জ দিয়েও চার্জ থাকে না। এবার সেই সমস্যার সমাধান এসে গেল। চাইনিজ স্মার্ট ফোন কোম্পানি ওপো বাজারে নিয়ে এলো এক অত্যাধুনিক মোবাইল ওপো সুপার ভক ফ্লাশ চার্জ। এই ফোনের বিশেষত্ব হল, এই ফোনটি পুরো চার্জ হতে সময় লাগে মাত্র ১৫ মিনিট। এর ব্যাটারি এতটাই শক্তিশালি যে, মাত্র ৫ মিনিট চার্জ দিয়েই আপনি ২ ঘণ্টা কথা বলতে পারবেন ফোনে।


ওপো টেকনোলজির পক্ষ থেকে প্রসঙ্গত জানা গিয়েছে, ফোন যতই অত্যাধুনিক হোক না কেন, ব্যবহার করার পর সেই চার্জের সমস্যা এসেই যায়। তাই তাঁরা এবার টেকনোলজি এক রেখে ব্যাটারিকে আরও শক্তিশালি করে দিয়েছেন।