আপনার বাড়িতে বিনামূল্যে জিও সিম পৌঁছে দেবে স্ন্যাপডিল
জিও গ্রাহকদের জন্য দারুণ দারুণ সুখবর। এবার এটাই হতে চলেছে জিও সিম নিয়ে। সৌজন্য স্ন্যাপডিল। কীরকম? আপনার জিম সিম চাই? স্ন্যাপডিলের কাস্টমার হয়ে যান। আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার জিও সিম। `হ্যাপি নিউ ইয়ার অফার`-এর জিও সিম এবার আপনার বাড়িতে পৌঁছে দেবে অনলাইন সংস্থা স্ন্যাপডিল।
ওয়েব ডেস্ক : জিও গ্রাহকদের জন্য দারুণ দারুণ সুখবর। এবার এটাই হতে চলেছে জিও সিম নিয়ে। সৌজন্য স্ন্যাপডিল। কীরকম? আপনার জিম সিম চাই? স্ন্যাপডিলের কাস্টমার হয়ে যান। আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার জিও সিম। 'হ্যাপি নিউ ইয়ার অফার'-এর জিও সিম এবার আপনার বাড়িতে পৌঁছে দেবে অনলাইন সংস্থা স্ন্যাপডিল।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইতিমধ্যেই স্ন্যাপডিলের তরফে তাদের ভ্যালু কাস্টমারদের কাছে পৌঁছে গেছে মেইল। মেইলে জানতে চাওয়া হয়েছে, তাঁরা জিও সিম নিতে ইচ্ছুক কি না? সংস্থার তরফে বলা হয়েছে, এটা পুরোটাই তাঁদের ভ্যালু কাস্টমারকে কৃতজ্ঞতা জানানোর একটা ছোট্ট চেষ্টা।
এমনকী, এটাও শোনা যাচ্ছে, স্ন্যাপডিলের তরফে যাঁরা মেইল পেয়েছেন, তাঁরা জিও সিম পাবেন বিনমূল্যেই। বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে সিম। লাগবে না কোনও অ্যাক্টিভেশন চার্জও। তবে হ্যাঁ, জিও সিম গ্রাহকদের প্রত্যেকের কাছে থাকতে হবে আধার কার্ড।
আরও পড়ুন, নিয়ম ভাঙছে 'হ্যাপি নিউ ইয়ার অফার', ট্রাইয়ের কোপে জিও