ওয়েব ডেস্ক: স্প্যাম কল রুখলে দেশের আর্থিক বৃদ্ধি এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে। সাশ্রয় হতে পারে প্রায় বছরে ৬ কোটি ৩০ লক্ষ ঘণ্টা! হ্যাঁ। এমনটাই দাবি করছে অনলাইন ফোনবুক কোম্পানি ট্রুকলারের একটি সমীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- জম্মু কাশ্মীরে জঙ্গি ঢোকানো বন্ধ করুক পাকিস্তান, হুঁশিয়ারি রাজনাথের


ট্রুকলারের রিপোর্ট বলছে, মোবাইলে যে সব অযাচিত ফোন অর্থাত্ স্প্যাম কল আসে, সেগুলো যদি চিহ্নিত করে রোখা যায়, সাশ্রয় হবে দেশের বেশ অনেকটা মূল্যবান সময়। স্প্যাম কলগুলির গড় ৩০ সেকেন্ড। বছরে গ্রাহকদের কাছে যে পরিমাণ স্প্যাম কল আসে, তাতে দেখা গিয়েছে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ ঘণ্টা খরচ হয়। ২০টি দেশের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ২০১৭ সালে সবচেয়ে বেশি স্প্যাম কলের তালিকায় ভারত শীর্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল রয়েছে যৌথভাবে দ্বিতীয় স্থানে।


আরও পড়ুন- শহিদ জওয়ানদের পরিবারপিছু ১ কোটি টাকা অনুদান দিতে চায় কেন্দ্র, জানালেন রাজনাথ


বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোনের দৌলতে স্প্যামকলগুলি খুব সহজে চিহ্নিত করা যাচ্ছে। 'ট্রুকলার' অ্যাপের মাধ্যমে এই কলগুলি ধরা আরও সহজ। তাই, বিশেষজ্ঞরা বলছেন, যদি সব স্প্যামকলকে একেবারে বন্ধ করা যায়, তা হলে দেশের আয় বছরে ৪১ কোটি ৪০ লক্ষ ডলার বৃদ্ধি পাবে।