ওয়েব ডেস্ক: বেস ক্যাম্প থেকে চড়াই উতরাই বেয়ে যাত্রা শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে, তবে এবার সুন্দর পিচাই জয় করলেন স্মরণীয় শৃঙ্গ। খড়গপুর আইআইটির প্রাক্তনী পিচাই ঢুকে পড়লেন গুগলের ধারক সংস্থা অ্যালফাবেট আইএনসির পরিচালন পর্ষদে। সংস্থার শীর্ষ নীতিনির্ধারণ পর্ষদে পিচাইকে অন্তর্ভূক্তির খবর জানাতে গিয়ে গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ যে দুটি বাক্য বললেন সেটিই কার্যত পিচাই-এর 'অসামান্য' কীর্তির পশ্চাদপট। ল্যারি বলেছেন, "গুগলের সিইও হিসাবে অসামান্য কাজ করে চলেছেন সুন্দর। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার কাছে সত্যিই উপভোগ্য"।


বর্তমানে গুগলের চিফ অপারেটিং অফিসারের (সিইও) পদে নিযুক্ত রয়েছেন এই ভারতীয় কৃতি। ২০১৫ সাল থেকে এই পদে বহাল রয়েছেন সুন্দর পিচাই। সংস্থার সাবেক ও সবচেয়ে বড় ব্যবসা অর্থাত্ সার্চ ইঞ্জিনের পাশাপাশি ক্লাউড, ম্যাপ, অ্যানড্রয়েড এবং ইউ টিউবকে কার্যত এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি। এসব ক্ষেত্রে তাঁর অসাধারণ সাফল্যই তাঁকে বিশ্বের অন্যতম প্রধান তথ্য-প্রযুক্তি জায়েন্টের শীর্ষস্তরে আসন পেতে সাহায্য করল। আশা করা যায় তীক্ষ্ণ উদ্ভাবনী ক্ষমতা এবং বিবেচক নেতৃত্বে আগামী চলার পথ আরও সুন্দর হবে পিচাইয়ের। (আরও পড়ুন- হার্ড কপির দিন শেষ! এবার থেকে স্মার্টফোনেই রাখুন আধার কার্ড)