নিজস্ব প্রতিবেদন: ১ জানুয়ারি, ২০১৯ থেকে টিভি চ্যানেলের প্যাকেজের দামে বেশ কিছুটা পরিবর্তন হতে চলেছে। বর্তমানে পে-চ্যানেল এবং ফ্রি-চ্যানেল মিলিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকায় মাসিক কেবল টিভি প্যাকেজের খরচ মোটামুটি ২৪০, ৩০০, ৩৩০ ও ৩৭০ টাকার মতো। ব্রডকাস্টিং ক্ষেত্রে TRAI-এর দর সংক্রান্ত নির্দেশকে সুপ্রিম কোর্ট বহাল রাখার পর কেবল টিভি প্যাকেজের ন্যূনতম খরচ দাঁড়াবে মোটামুটি ২৬০ থেকে ২৭০ টাকা। কারণ, এর মধ্যে রয়েছে ১৩০ টাকা প্রতি মাসের বেস প্যাক (এর সঙ্গে ১৮% GST) আর বাকি গ্রাহকের পছন্দ মতো পে-চ্যানেলগুলির মোট দর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই প্রত্যেক মাল্টি-সিস্টেম অপারেটর (এমএসও) ইলেকট্রনিক প্রোগ্রামিং গাইডের মাধ্যমে প্রতিটা চ্যানেলে আলাদা আলাদা করে তার দাম গ্রাহকদের জানাতে শুরু করেছে। আমাদের দেখা পে-চ্যানেলগুলির নতুন দর-সহ একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল। এই তালিকায় উল্লেখিত দরের সঙ্গে ১৮% GST জুড়ে নিতে ভুলবেন না। এ বার দেখে নিন আপনার পছন্দের কোন চ্যানেলের কী দর আর নিজেই হিসেব কষে নিন টিভি দেখতে ১ জানুয়ারির পর থেকে মাসে কত টাকা খরচ হতে পারে...


১) Zee ২৪ ঘণ্টা: ৫০ পয়সা (+১৮% GST),


২) Zee বাংলা সিনেমা: ৮ টাকা (+১৮% GST),


৩) Zee বাংলা: ১৯ টাকা (+১৮% GST),


৪) Zee সিনেমা: ১৯ টাকা (+১৮% GST),


৫) Zee বলিউড: ২ টাকা (+১৮% GST),


৬) Zee অ্যাকশন: ১ টাকা (+১৮% GST),


৭) & পিকচার্স: ১ টাকা (+১৮% GST),


৮) Zee টিভি: ১৯ টাকা (+১৮% GST),


৯) এবিপি আনন্দ: ৫০ পয়সা (+১৮% GST),


১০) কালার্স বাংলা: ১৪ টাকা (+১৮% GST),


১১) কালার্স: ১৯ টাকা (+১৮% GST),


১২) এমটিভি: ৩ টাকা (+১৮% GST),


১৩) স্টার প্লাস: ১৯ টাকা (+১৮% GST),


১৪) স্টার জলসা: ১৯ টাকা (+১৮% GST),


১৫) জলসা মুভিজ: ১৯ টাকা (+১৮% GST),


১৬) স্টার গোল্ড: ১০ টাকা (+১৮% GST),


১৭) ইটিভি: ১৭ টাকা (+১৮% GST),


১৮) স্টার মুভিজ: ১৯ টাকা (+১৮% GST),


১৯) সেট ম্যাক্স: ১৫ টাকা (+১৮% GST),


২০) সোনি: ১৯ টাকা (+১৮% GST),


২১) সোনি পিক্স: ১০ টাকা (+১৮% GST),


২২) সোনি সিক্স: ১৫ টাকা (+১৮% GST),


২৩) নিউজ ১৮ বাংলা: ৫০ পয়সা (+১৮% GST),


২৪) ন্যাশনাল জিওগ্রাফিক: ২ টাকা (+১৮% GST),


২৫) ন্যাট জিও ওয়াইল্ড: ১ টাকা/৫ টাকা (HD) (+১৮% GST),


২৬) অ্যানিমেল প্ল্যানেট: ২ টাকা (+১৮% GST),


২৭) ডিসকভারি চ্যানেল: ৪ টাকা (+১৮% GST),


২৮) ডিজনি চ্যানেল: ৮ টাকা (+১৮% GST),


২৯) সোনি ইএসপিন: ৫ টাকা (+১৮% GST),


২৯) স্টার স্পোর্টস সিলেক্ট ১ (HD): ১৯ টাকা (+১৮% GST),


৩০) স্টার স্পোর্টস সিলেক্ট ২ (HD): ১০ টাকা (+১৮% GST)।