ওয়েব ডেস্ক: কোনও প্রশ্নের উত্তর দরকার! গুগল আছে। কোনও জিনিসের দাম জানতে হবে! গুগল আছে। গুগলের সার্চ ইঞ্জিন হল সবজান্তা গেঞ্জিওয়ালার মত। ইন্টারনেট আছেন, অথচ গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করেন না এমন মানুষ কমই আছে। কিন্তু জানেন কী গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তায় ধীরে ধীরে থাবা বসাচ্ছে ইউ টিউব সার্চ ইঞ্জিন।


গুগলের পর দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন এখন ইউ টিউবের। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ইউ টিউব সার্চ ইঞ্জিনে ৩০০ কোটি সার্চ হয় বিশ্বজুড়ে। বিং, ইয়াহু, আস্ক, এওল-এর মত সার্চ ইঞ্জিনের মোট সংখ্যা মিলিয়েও এত সার্চ হয় না, যত হয় ইউ টিউবে। ইউ টিউবে প্রতি মিনিটে প্রায় ১০০ ঘণ্টার ভিডিও আপলোড হয়। ইউ টিউব যদি কোন দেশ হত, তাহলে চিন, ভারতের পর সেটাই সবচেয়ে জনবহুল দেশ হত।