ওয়েব ডেস্ক : ০ থেকে ৯। ০,১, ২,৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। সংখ্যামালার মূল ভিত্তি। কিন্তু, এদের মাঝে ম্যাজিক নাম্বার ৪। কেন? সংখ্যামালার ভর যেন এই ৪।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনি ইংরেজিতে বানান করে যেকোনও সংখ্যা লিখুন। কটা লেটার লিখলেন। এবার সেটা গুনে আবার কথায় লিখুন। দেখবেন একসময় লেটার সংখ্যা গুনতে গুনতে ৪-এ এসেই দাঁড়াচ্ছে। কারোর একটু আগে। কারোর একটু পরে।


দু-একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলা যাক-


Twelve শব্দটায় লেটারসংখ্যা 6। 6-কে কথায় লিখলে Six। লেটারসংখ্যা 3। কথায় লিখলে হয় Three। লেটারসংখ্যা 5। কথায় লিখুন, Five। কী এবার কটা লেটার হল? গুনে দেখুন ৪।


বিশ্বাস না হলে যে কোনও নাম্বার নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন।