নিজস্ব প্রতিবেদন: বিশ্বের সব থেকে ছোট মোনালিসার ছবি তৈরি করলেন গবেষকরা। ডিএনএ তন্তুকে ভাঁজ করে তৈরি করা হয়েছে ছবিটি। যা দেখতে চোখ রাখতে হবে উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৬ সালে ডিএনএ অরিগামি নামে এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন পউল রোথেমুন্ড নামে এক গবেষক। এই প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট আকৃতিতে ভাঁজ করা যায় ডিএনএকে। এবার সেই পদ্ধতি ব্যবহার করে বিখ্যাত মোনালিসা ছবিটি এঁকেছেন গবেষকরা।


আরও পড়ুন - টানলেই ইলাস্টিকের মতো বাড়বে এই ব্যাটারি, দাবি গবেষকদের


বিজ্ঞানীদের দাবি, ডিএনএর এই গঠন প্রথম ডিএনএ অরিগামির গঠনের অন্তত ৬৪ গুন। তবে তাতেও এই ছবি দেখতে লাগবে অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ।