ওয়েব ডেস্ক : টেক বিশ্বে কানেক্টেড থাকার জন্য মানুষ এখন নকুন নতুন ফান্ডা খুঁজে বেড়ান। তার মধ্যে স্মার্ট ফোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের বহু মানুষের কাছেই একটি স্মার্টফোন না থাকা মানে কার্যত জীবন বৃথা হয়ে যাওয়া। প্রায় প্রতিদিনই নতুন গেজেট খোঁজার কাজে ব্যস্ত থাকেন তাঁরা। এই পরিস্থিতিতে যদি এমন কিছুর খোঁজ মেলে যা স্বাদ ও সাধ্যের মধ্যেই তবে তাতে ক্ষতি কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অতি সম্প্রতি কয়েকটি সংস্থা তাদের অ্যানরয়েড ফোনের দামে বেশকিছুটা বদল এনেছে। আর এরফলে সেগুনি আরও সাধ্যের মধ্যে চলে এল।


এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে দাম কমল-


মোটে এক্স প্লে(Moto X Play)-


৫.৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে থাকছে ৫.১.১ ললিপপ ভার্সন। ২১ মেগাপিক্সেল ক্যামেরা ও অক্টাকোর প্রসেসর। ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৬ হাজার ৪৯৯টাকায়


লেনভো ভাইভ এস ১(Lenovo Vibe S1)-


১৫ হাজার ৯৯৯ টাকা থেকে কমিয়ে ফোনটির বর্তমান দাম করা হয়েছে ১২ হাজার ৯৯৯টাকা। ৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটিতে রয়েছে এইচডি ডিসপ্লে ও অ্যানরয়েড ললিপপ ভার্সন।


মোটো এক্স ফোর্স (Moto X Force)-


এই ফোনটি দুটি স্টোরেজ ক্যাপাসিটিতে পাওয়া যায় একটি ৩২ জিবি ও অন্যটি ৬৪ জিবি। অত্যন্ত হাই প্রোফাইলের এই মোবাইলটিতে দামের ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশাল ছাড়। ৩২ জিবির ক্ষেত্রের ১৫ হাজার টাকা ছাড় দিয়ে মিলছে ৩৪ হাজার ৯৯৯টাকায়। অন্যদিকে, ৬৪ জিবির ক্ষেত্রে ১৬ হাজার টাকা ছাড় দিয়ে মিলছে ৩৭ হাজার ৯৯৯টাকায়


অ্যাসুস জেনফোন ম্যাক্স (ASUS Zenfone Max)-


৫,০০০ এমএএইচ ব্যাটারির এই ফোনটিতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। মিলছে ৮ হাজার ৯৯৯ টাকায়


ওয়ান প্লাস টু (One Plus 2)-


১৬ জিবি ও ৬৪ জিবি ভার্সনের এই ফোনে রয়েছে অক্সিজেন ওএস পদ্ধতি। সেই সঙ্গে অ্যানরয়েড ৫.১ ললিপপ ভার্সনে কাজ করে এই ফোনটি। ২০ হাজার ৯৯৯ ও ২২ হাজার ৯৯৯ টাকায় মিলছে এই ফোনটি।


এলজি জি৪ (LG G4)-


এলিট গ্রুপের এই ফোনটির দাম কমিয়ে ৩৪ হাজার ৯৯৯ করা হয়েছে। ফলে এখন তা সহজেই কিনে ফেলতে পারেন আপনিও।


স্যামসং গ্যালেক্সি এস ৬ (Samsung Galaxy S6)-


লঞ্চ করার পরই এই ফোনটি নিয়ে অ্যানরয়েড ব্যবহারকারীদের মধ্যে উত্সাহ ছিল চোখে পড়ার মত। ৩২ জিবি স্টোরেজের এই ফোনটির বর্তমানে দাম করা হয়েছে ৩৬ হাজার টাকা


স্যামসং গ্যালেক্সি এস ৬ এজ (Samsung Galaxy S6 Edge)-


বাজার প্রথম এসেছিল ৫৮ হাজার ৯০০ টাকায়। ফোনটির চহিদার কথা মাথায় রেখেই দামি কমিয়ে ফোনটি বাজারে মিলছে মাত্র ৪০ হাজার টাকায়