ওয়েব ডেস্ক: বিশ্ব বাজারে অজস্র মোবাইল ফোন রয়েছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি কোনটা? মানে যে ফোনটার দাম কত হতে পারে সেই কল্পনাটাই কেউ করে উঠতে পারে না। সেই ফোনটারই খোঁজ দেব আপনাদের-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ড আইফোন৬", হ্যাঁ এটাই হল আজ অবধি এই গ্রহের সবচেয়ে দামি মোবাইল ফোন। নামটা বলে দিলাম কিন্তু দামটা এখন বলব না। ওটা এই লেখাটার একদম শেষে বলা হবে। আগে তো জানুন ফোনটা কেমন দেখতে, তাতে কী কী আছে-



এমনিতে সেরকম কিছুই নেই এই ফোনেতে, আছে বলতে একটা ১৮ ক্যারেটের হীরে। আর নামটা শুনেই তো বুঝেছেন যে হীরেটার রঙ পিঙ্ক। আবার নীলও হতে পারে। এছাড়া অ্যাপেলের ফোনে যা যা অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যাপার থাকে সেগুলোতো চূড়ান্ত মাত্রায় আছেই।



এবার দাম বলার পালা। দামটাও যে মারাত্মক তা নয়, চাইলেই কিনতে পারেন, তবে তার জন্য একটু বেশী জমাতে হবে আপনাকে। দাম মাত্র ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।