ওয়েব ডেস্ক : ১ GB ৩জি ডেটার জন্য এখন মাসে কত টাকা খরচ করেন আপনি? ২৫২ টাকা, ৩০০ টাকা? কত? এবার আপনি ১GB ডেটা পেতে চলেছেন ৮০ টাকায়। সেটাও আবার ৪জি। সঙ্গে ফ্রি কলও। বিশ্বাস হচ্ছে না?


আগামী ১৫ অগাস্ট তাদের ৪জি পরিষেবাকে বাজারে নিয়ে আসছে রিলায়েন্স জিও। আর লঞ্চিং অফার হিসেবে ৮০ টাকায় ১GB ৩জি ডেটা ও ফ্রি কল দিচ্ছে সংস্থা। জানা গেছে, এই প্ল্যানটির নাম দেওয়া হয়েছে ফ্রিডম। যেহেতু সেদিন ভারতের স্বাধীনতা দিবস। এত সস্তায় নেট পরিষেবা দিয়ে অন্য সব টেলিকম সংস্থাকে রীতিমতো বেগ দিতে চলেছে রিলায়েন্স।