২৮ দিনে ৫৬ জিবি ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডার
২৮ দিনে ২৮ জিবি নয়। ২৮ দিনে ৫৬ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কলিং। গ্রাহকদের জন্য এবার এই সুবিধা নিয়ে এল BSNL।
ওয়েব ডেস্ক : ২৮ দিনে ২৮ জিবি নয়। ২৮ দিনে ৫৬ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড কলিং। গ্রাহকদের জন্য এবার এই সুবিধা নিয়ে এল BSNL।
BSNL-এর তরফে আজই বাজারে ছাড়া হয় একটি কম্বো স্পেশাল ট্যারিফ ভাউচার। যেখানে ৩৩৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন দিনে ২জিবি করে 3G ডেটা ব্যবহারের সুযোগ। সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তবে তা শুধু BSNL নেটওয়ার্কের মধ্যেই। অন্য নেটওয়ার্কে ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে দিনে ২৫ মিনিটের জন্য। তারপর থেকে মিনিট প্রতি চার্জ পড়বে ২৫ পয়সা করে। নতুন এই অফারের সময়সীমা ৯০ দিন।
গ্রাহকদের জন্য ২৮ দিনে ২৮ জিবি ডেটা ব্যবহারের অফারের কথা প্রথম ঘোষণা করে জিও। গ্রাহকদের জন্য চালু করে প্রাইম মেম্বারশিপ। এরপরই এয়ারটেল ও ভোডাফোনও ২৮ দিনে ২৮ জিবি ডেটা প্যাকের কথা ঘোষণা করে।
আরও পড়ুন, মোদীকে 'ভয়', বিজেপির উত্তরপ্রদেশ জয়ে সিঁদুরে মেঘ দেখছে চিন!