নিজস্ব প্রতিবেদন: ভারতের টেলিকম বাজারে এখন Jio-র একছত্র আধিপত্য! একের পর এক নজরকাড়া অফারে দেশের বাজার দখলের যুদ্ধে বাজিমাত করেছে মুকেশ আম্বানির এই সংস্থা। তবে এ বার Jio-কে টেক্কা দিতে এক ঝাঁক নতুন প্ল্যান নিয়ে ভারতের টেলিকম বাজারে আত্মপ্রকাশ ঘটল Vi-এর! আসলে Vodafone Idea-ই নতুন নাম, লোগো ও প্ল্যান নিয়ে আত্মপ্রকাশ করল ভারতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা সময় ভারতের টেলিকম বাজারের অনেকটাই ছিল Vodafone-এর দখলে। পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল Idea। কিন্তু বর্তমানে এই বাজারের অধিকাংশই Jio-র দখলে। তাই নতুন ব্র্যান্ডের নাম, লোগো আর প্ল্যান নিয়ে Jio-কে টেক্কা দিতে ঝাঁপাল Vodafone Idea। এ বার Vodafone Idea-র নতুন ব্র্যান্ড Vi-এর নতুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক...


Vi-এর নতুন প্ল্যান:


১) ২৪৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।


২) ২৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ২+২ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।


৩) ৩৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিনের।


৪) ৫৯৯ টাকার প্ল্যানে মিলবে প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।


আরও পড়ুন: এক রিচার্জে প্রায় ৫৫০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং আর ৩৬৫ দিনের বৈধতা দিচ্ছে Jio!


৫) ১৪৯ টাকার প্ল্যানে মিলবে মোট ২ জিবি ইন্টারনেট ডেটা + ৩০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ২৮ দিনের।


৬) ৩৭৯ টাকার প্ল্যানে মিলবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা + ১০০০টি SMS। এই প্ল্যানের বৈধতা ৮৪ দিনের।


এ ছাড়াও রয়েছে একটি ২,৩৯৯ টাকার একটি বার্ষিক প্ল্যান। এই প্ল্যানে মিলবে মোট প্রতিদিন ১.৫ জিবি ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিনের। প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড টকটাইম পাওয়া যাবে।