নিজস্ব প্রতিবেদন: ভারতের বাজারে এসে গেল ক্ষুদে কম্পিউটার ‘LIVA Q’। এটি তৈরি করেছে তাইওয়ানের কোম্পানি এলিটগ্রুপ কম্পিউটার সিস্টেম। দৈর্ঘ ও প্রস্থে মাত্র ৭০ এমএম। ফলে হাতের তালুতে চলে ‌যাবে এই কম্পিউটারটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LIVA Q-তে রয়েছে ৪ জিবি র‍্যাম, ৩২ জিবি স্টোরেজ। এটিতে রয়েছে ইন্টেল অ্যাপোলো লেক এসওসি প্রসেসর। ইন্ডোজ ১০ সিস্টেমে চলে LIVA Q।


কম্পিউটার হলেও ইন্টারন্যাল স্টোরেজ খুবই কম হওয়ায় সমস্যা হতে পারে। তাই এটিতে মাইক্রো এসডি কার্ড স্লটের ব্যবস্থা রয়েছে। ওই কার্ড ব্যবহার করে এটির স্টোরেজ বাড়ানো ‌যাবে ১২৮ জিবি প‌র্যন্ত। ওজন মাত্র ২৬০ গ্রাম।


আরও পড়ুন-ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত শামি! তদন্তে বিসিসিআই


ভারতে সংস্থার ম্যানেজার রাজশেখর ভাট সংবাদ মাধ্যমে জানিয়েছেন,  ‘LIVA Q হল ক্ষুদ্রতম পাম সাইজ পকেট পিসি। এখন ভারতের বাজারেও পাওয়া ‌যাচ্ছে।’ এটির ৩২ জিবি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৫,৫০০ টাকায়(ট্যাক্স ছাড়া)। বিভিন্ন ই-কমার্স কোম্পানি থেকে এটি কেনা ‌যাবে।