নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কেন্দ্রের কাছে নতিস্বীকার করল টুইটার (Twitter)। নয়া আইটি নির্দেশিকা (New IT Rules) মেনে অবশেষে গ্রিভ্যান্স অফিসার পদে নিয়োগ করল সংস্থা। রবিবার সকালে টুইটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ভারতেরই নাগরিক বিনয় প্রকাশকে (Vinay Prakash) এই পদে নিয়োগ করেছে মাইক্রোব্লগিং সংস্থা। অভিযোগ জানানোর ঠিকানাও বলা হয়েছে বিবৃতিতে। ৪র্থ ফ্লোর, দ্য এস্টেট, ১২১ ডিকেনসন রোড, ব্যাঙ্গালোর-৫৬০০৪২ এই ঠিকানায় টুইটার ব্যবহারকারীরা অভিযোগ জানাতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের নয়া আইটি নির্দেশিকা অনুযায়ী সোশাল মিডিয়াগুলিকে একজন মুখ্য কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসারসহ বিভিন্ন আধিকারিক নিয়োগ করতে হবে। বাকিরা মেনে নিলেও কেন্দ্রের এই নির্দেশিকার সঙ্গে তীব্র সংঘাতের আবহে পৌঁছয় টুইটার। 


আরও পড়ুন: World Population Day:জনসমুদ্রে নেমেছে জোয়ার; জনসংখ্যায় দেখা হচ্ছে কোভিড-প্রভাব


জল গড়ায় আদালতেও। গত মঙ্গলবার টুইটারের কাছে গ্রিভান্স অফিসার নিয়োগের সময় জানতে চেয়ে ৮ই জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে দিল্লি হাইকোর্ট। কমপক্ষে ৮ সপ্তাহ সময় লাগবে বলে বৃহস্পতিবার আদালতে জানায় টুইটার।  অবশেষে এদিন নয়া নির্দেশিকা মেনে গ্রিভ্যান্স অফিসারের পদে নিয়োগ করল সংস্থা।  


আরও পড়ুন:  Ratha Yatra 2021: শাস্ত্রমতে রথযাত্রার পূণ্য তিথি যে কোনও কাজের ক্ষেত্রে শুভ, জানুন সঠিক সময়
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)