নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের আবহে একের পর এক ভুয়ো, ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এর ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে অবশ্য এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। তবে এ বার ভুয়ো খবরের ছড়িয়ে পড়া রুখতে নতুন ফিচার নিয়ে হাজির হল Twitter।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, কোনও টুইট রিটুইট বা শেয়ার করার আগে এখন একটি নতুন পর্যায় অতিক্রম করতে হবে ইউজারদের। কোনও টুইট রিটুইট বা শেয়ার করার আগে ইউজারের কাছে জানতে চাওয়া হবে যে, ওই পোস্ট তিনি খুলে বা পড়ে দেখেছেন কিনা। এই জবাব দেওয়ার পরই ওই পোস্ট রিটুইট করতে পারবেন ইউজার।


আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হল Twitter! চলছে ট্রায়াল রান


এইপদ্ধতির মাধ্যমে ইউজারের মাধ্যেই কোনও পোস্টের তথ্যগত সত্যতা প্রাথমিক ভাবে যাচাই করে নিতে চাইছে সংস্থা। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই এই বিশেষ ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করেছে Twitter। পরবর্তীকালে সমস্ত ইউজারের জন্যই এই ফিচার চালু করে দেওয়া হবে।