ওয়েব ডেস্ক: অসম্ভব কম দামে স্মার্ট ফোন ফ্রিডম ২৫১ বিক্রি করছে মোবাইল কোম্পানি রিংগিং বেলস। যা স্বপ্নেও ভাবা যায় না, এত কম এর দাম। কীকরে এটা সম্ভব হচ্ছে জানতে চেয়ে রিংগিং বেলস কোম্পানির প্রধান কর্তাদের ৫টি প্রশ্ন করা হল। কিন্তু তার একটিরও সঠিক উত্তর দিতে পারলেন না তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশ্ন ১) মাত্র ২৫১ টাকায় ফ্রিডম ২৫১ বিক্রি করা হচ্ছে কীভাবে, যেখানে এর আসল দাম ২৫০০ টাকা?


কোম্পানির প্রেসিডেন্ট অশোক চাড্ডা- ফোনটির আসল দাম ২৫০০ টাকা। এর সঙ্গে মার্কেটিং, অনলাইন মিডিয়ার মাধ্যমে এটি বিক্রি প্রভৃতি আরও অনেক কিছু ধরা রয়েছে। (কেন এত কম দাম পরিষ্কার করে বললেন না।)


প্রশ্ন ২) কে বা কারা আপনাদের ফোনের পার্টস সাপ্লাই করছে? তাছাড়া এই ফোনটা দেখতেও আইফোন এবং অ্যাডকম আইকন৪-এর মতো।


কোম্পানির ডিরেক্টর মোহিত গোয়েল- কারা আমাদের ফোনের পার্টস সাপ্লাই করছে সেটা পরে জানাচ্ছি। তার আগে বলি ফ্রিডম ২৫১-এ যে হোম বাটনটা ব্যবহার করা হয়েছে, সেটা অ্যাপেলের কপিরাইট ডিজাইন নয়। (কারা পার্টস সাপ্লাই করছে জানালেন না।)


প্রশ্ন ৩) ফ্রিডম ২৫১ সম্বন্ধে আপনাদের কী মতামত?


কোম্পানির টেকনিক্যাল হেড বিকাশ শর্মা- আমরা এখন সবে মোবাইলটা গ্রাহকদের জন্য বাজারে ছেড়েছি। (নিজেদের মতামত জানালেন না।)


প্রশ্ন ৪) মোবাইলের ব্যাটারি বা ডিসপ্লে খারাপ হলে গ্রাহকেরা কী করবেন?


বিকাশ শর্মা- আমাদের ৬৫০ সার্ভিস সেন্টার রয়েছে। (কোথায় রয়েছে তা বললেন না।)


প্রশ্ন ৫) মেক ইন ইন্ডিয়ার সঙ্গে আপনাদের পার্টনারশিপের সম্বন্ধে কী মতামত?


গোয়েল- সদ্য একটা প্রোজেক্ট করা হয়েছে। তাই এখনই কী বলব।