যত দিন যাচ্ছে অনলাইন শপিং তত জনপ্রিয় হচ্ছে ভারতে। নোটবাতিলের পর এক ধাক্কায় অনেকটাই বেড়েছে অনলাইন শপিং। স্মার্টফোন থেকে বেছে নিন আর ঘরে বসেই পেয়ে যান আপনার পছন্দের জিনিসটি। আর অনলাইন শপিং-এ প্রায় প্রতিদিনই নানা রকমের ডিসকাউন্ট পাওয়া যায়। কিন্তু এত সুবিধা থাকলেও একটা সমস্যা রয়েছে অনলাইন শপিং-এ। এখানে দিরাদরির সুযোগ নেই একেবারেই। তবে অনলাইন শপিংয়েও টাকা বাঁচানো সম্ভব। কী ভাবে? আসুন জেনে নেওয়া যাক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এ ভাবে বিনামূল্যেই পেতে পারেন ‘ইন্টারনেট সিকিউরিটি’ বা ব্রাউজার সুরক্ষা


• প্রথমে যা কিনতে চাইছেন সেটির দাম বিভিন্ন শপিং সাইট দেখে যাচাই করে নিন।


• কোন শপিং সাইটে আপনার পছন্দের জিনিসটির দাম সবচেয়ে কম তা দেখে নিন। দেখে নিন কোন সাইটে ডিসকাউন্ট কিংবা ‘স্পেশাল অফার’-এ ছাড়ের পরিমাণ বেশি।


• ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড-এর মাধ্যমে কেনার ক্ষেত্রে কোনও বিশেষ ছাড় পাচ্ছেন কিনা দেখে নিন।


আরও পড়ুন: সহজেই নতুন ভাষা শেখাবে এই অ্যাপগুলি


• কিছু ক্ষেত্রে জিনিস বেছে হয়তো অর্ডার দিয়ে ফেললেন, কার্ডের মাধ্যমে দামও মেটানো হয়ে গেল। কিন্তু জিনিস ডেলিভারিই হল না। তাই ‘ক্যাশ অন ডেলিভারি’ অপশন এ সব ক্ষেত্রে বেশি নিরাপদ।


• কোন শপিং সাইটের শিপিং চার্জ কত, সে দিকেও নজর দিতে হবে। কোনও কোনও শপিং সাইটে বিশেষ অফারে শিপিং চার্জ অনেক সময় দিতেই হয় না। সে ক্ষেত্রে জিনিসের দামও অনেকটাই সস্তা হয়ে যায়।


• কোনও কিছু কেনার আগে অবশ্যই সেটির রিভিউ পড়ে নিন। জেনে নিন প্রোডাক্টটির ব্যবহারকারীরা এটির সম্পর্কে কে কি রকম অভিজ্ঞতার কথা জানিয়েছেন।


• #Online লিখে অনলাইলে সার্চ করুন আর সহজেই নিজের পছন্দের জিনিসটি বাজেটের মধ্যে পেয়ে যান।