ওয়েব ডেস্ক: প্রযুক্তি বিপ্লবের হাত ধরে রোজই লাফিয়ে বাড়ছে ফোনের স্পেকস। আরও বড় স্ক্রিন, আরও বেশি মেগাপিক্সেল ক্যামেরা, আরও বেশি ইনবিল্ড স্টোরেজে ও অবশ্যই চাই আরও বেশি RAM। তাই বলে ১০জিবি। হ্যাঁ, ঠিক পড়েছেন, ১০ জিবি RAM-ওয়ালা ফোন আনছে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। গোপন খবর তেমনই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ফাঁস হয়ে গেল Xiaomi Redmi Note 5-এর ছবি, জেনে নিন স্পেকস ও সম্ভাব্য দাম


সূত্রের খবর, ভিভো এক্স-প্লে ৭ নামে এই ফোনে থাকবে ১০ জিবি RAM. তেমনটা হলে Vivo Xplay 7-ই হবে বিশ্বের প্রথম ১০ জিবি RAM-ওয়ালা ফোন। ফাঁস হওয়া খবর অনুসারে, ফোনটিতে থাকতে পারে ৫১২ জিবি ইনবিল্ড মেমরি। 4K ওএলইডি ডিসপ্লে ও আন্ডার দ্যা স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এসবের কিছুই নিজে মুখে স্বীকার করেনি Vivo.