নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হচ্ছে Vivo-এর নতুন স্মার্টফোন U20-এর। Amazon ও Vivo-এর ই-স্টোরে বিক্রি শুরু হচ্ছে Vivo U20। দীর্ঘস্থায়ী ব্যাটারি, শক্তিশালী প্রসেসর এবং ট্রিপল রিয়ার ক্যামেরা, স্মার্টফোনের বাজারে নিজেদের এগিয়ে রাখতে কোনও প্রচেষ্টাই বাকি রাখেনি Vivo।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্লাজ ব্লু ও রেসিং ব্ল্যাক— এই দুই ধরনের কালার অপশন থাকছে এই স্মার্টফোনে। বাজারে ট্রেন্ডের সঙ্গে খাপ খাইয়ে রাখা হয়েছে গ্রেডিয়েন্ট ফিনিশ।


Vivo U20-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৫৩ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৪ শতাংশের বেশি। থাকছে ডিউ ড্রপ নচ। রেজোলিউশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল।


২) ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Vivo U20। থাকছে Qualcomm Snapdragon 675 SoC চিপসেট।


৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।


আরও পড়ুন: আধারের তথ্য আরও সুরক্ষিত করতে এখনই আপডেট করুন mAadhaar অ্যাপের নতুন ভার্সান


৪) ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপেল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর।


৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।


৭) Vivo U20-এর দাম:


৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা।


৬ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজের দাম ১১,৯৯০ টাকা।


বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে Amazon ও Vivo-এর অফিশিয়াল সাইট থেকে কেনা যাবে Vivo U20।