নিজস্ব প্রতিবেদন : বহুদিন ধরেই ভারতের সমস্ত টেলিকম কোম্পানিগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। যার ফলে নাজেহাল  সাধারণ মানুষ। তা সত্ত্বেও Jio-এর বাজার সর্বোচ্চ। কারণ রিচার্জ প্ল্যানের দাম সবথেকে কম Jio-এর।  এবার সেই পথেই পা বাড়াল Vodafone. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুরনো প্রিপেড প্ল্যানের বদলে নতুন প্রিপেড প্ল্যান আনল  ভোডাফোন। জেনে নিন নতুন  প্রিপেড প্ল্যান- ৬৪৯ টাকার বদলে ৩৯৯ এবং ৪৯৯ টাকার দুটি নতুন এবং আকর্ষণীয় প্ল্যান আনল ভোডাফোন টেলিকম সংস্থা। 


আরও পড়ুন-  স্মার্টফোন, ল্যাপটপে কেন গরিলা গ্লাস? সাধারণ কাচের সঙ্গে এর ফারাক কোথায় জানেন?


সুবিধা-


৩৯৯ টাকার প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ১০০ এসএম এস এবং ৪০ জিবি ডেটা।  ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে ৭৫ জিবি ডেটা এবং ১০০ এসএমএস ও আনলিমিটেড ভয়েস কল এর সুবিধা। এতেই শেষ নয়। বাড়তি সুবিধা  হিসেবে থাকছে ৩৯৯ টাকার প্ল্যানে  zee 5 সাবস্ক্রিপশন এবং ৪৯৯ টাকার প্ল্যানে থাকছে Amazon Prime মেম্বারশিপ