নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার থেকে নিজেদের এক বছরের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম এক ধাক্কায় ২০০ টাকা বাড়িয়ে দিল Vodafone। কিছুদিন আগেই ১৪৯৯ টাকায় এক বছর ভ্যালিডিটি প্ল্যান লঞ্চ করেছিল সংস্থা। বর্তমানে ১৪৯৯ টাকার এই ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম হয়েছে ১,৬৯৯ টাকা। Vodafone-এর ১,৬৯৯ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন ১ জিবি 4G ডেটা, ১০০টি SMS আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এরই সঙ্গে প্ল্যানে এই লোকাল, ন্যাশনাল ও রোমিং কলের সুবিধাও মিলবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর এখানেই এগিয়ে গিয়েছে Jio। এই ১,৬৯৯ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানে Jio গ্রাহকরা পান প্রতিদিন ১.৫ জিবি 4G ডেটা। একই সঙ্গে রয়েছে দিনে ১০০টি SMS-এর সুবিধাও। তাছাড়া, এই প্ল্যানে Jio গ্রাহকরা বিনামূল্যে Jio TV দেখার সুবিধাও পান।


আরও পড়ুন: একবার Jio রিচার্জে নিশ্চিন্তে থাকুন ১৬৮ দিন!


শুধু Jio নয়, Airtel গ্রাহকরাও ১,৬৯৯ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১ জিবি 4G ডেটা, ১০০টি SMS আর আনলিমিটেড কলিংয়ের সুবিধা পান। এরই সঙ্গে বিনামূল্যে Airtel TV অ্যাপ ব্যবহারের বাড়তি সুবিধাও রয়েছে।


সুতরাং, এই তিনটি টেলিকম সংস্থার এক বছরের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানের দাম আর সুযোগ সুবিধার দিক থেকে এগিয়ে রইল Jio।