ওয়েব ডেস্ক: সার্ভিস প্রোভাইডরদের মধ্যে ডেটা ট্যারিফের প্রতিযোগিতা চলছে। এ বলছে আমায় দেখ তো ও বলছে আমায় দেখ। রিলায়েন্স জিওর পর এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া এই যুদ্ধে নেমে পড়েছে। তবে এবার ভোডাফোন প্রিপেইড গ্রাহকদের জন্য ফ্লেক্স অফার নিয়ে এসেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একসঙ্গে অনেকগুলি ট্যারিফ প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন। এই প্ল্যানে পাবেন ভয়েস, ডেটা, এসএমএস এবং রোমিং। কিন্তু কী এই ভোডাফোন ফ্লেক্স? কীভাবেই বা ব্যবহার করবেন?



৩২৫ টাকায় ফ্লেক্স রিচার্জ করুন। দেখুন কী কী সুবিধা পাবেন।



৭০০ টাকায় ফ্লেক্স রিচার্জ করুন। দেখুন কী কী সুবিধা পাবেন।



১২০০ টাকায় ফ্লেক্স রিচার্জ করুন। দেখুন কী কী সুবিধা পাবেন।



১৭৫০ টাকায় ফ্লেক্স রিচার্জ করুন। দেখুন কী কী সুবিধা পাবেন।



তবে ফ্লেক্স রিচার্জ করার আগে অবশ্যই এগুলো মনে রাখবেন। আপনার আগে যদি কোনওরকম ভয়েস ফ্রি মিনিট প্যাক বা কোনও ইন্টারনেট প্যাক অ্যাক্টিভ করা থাকে তো আগে সেগুলো ব্যবহার করে নেবেন। তারপর ফ্লেক্স রিচার্জ করুন।