ওয়েব ডেস্ক: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ। অন্যান্য কাস্টম নোটিফিকেশনের পাশাপাশি অ্যান্ড্রয়েড ইউজাররা পাবেন মার্ক অ্যাজ আনরেড (mark as unread) অপশনও। সম্প্রতি
v2.12.189 ভার্সন থেকে v2.12.194 ভার্সনে উত্তরণ হয়েছে হোয়াটসঅ্যাপের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোটিফিকেশন সেটিং বক্সে এখন থাকবে মিউট চ্যাট অপশনও। যার দ্বারা কাজের সময় মিউট করে রাখা যাবে নোটিফিকেশন। থাকবে টোন, ভাইব্রেশন লেংথ, পপআপ নোটিফিকেশন ও অন্যান্য অপশনও। তবে এই ভার্সনের সবথেকে আকর্ষনীয় ফিচার মার্ক অ্যাজ আনরেড অপশন। শুধুমাত্র ট্যাপ ও হোল্ড করেই কোনও কনভারসেশন আনরেড মার্ক করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। তবে এই অপশন কার্যকর হবে শুধু মেসেজ প্রাপকদের ক্ষেত্রেই। মেসেজ প্রেরকদের ফোনে কোনও পরিবর্তন করা যাবে না।


যেইসব এলাকায় কানকটিভিটি কম সেখানে ভয়েস কলের জন্য লো ডেটা ইউসেজ অপশনের সুবিধাও পাবেন অ্যান্ড্রয়েড ইউজাররা।