WhatsApp, Instagram -এ বিপর্যয়! বিশ্বজুড়ে ব্যাহত পরিষেবা
ইনস্টাগ্রাম (Instagram) ও হোয়াটসঅ্যাপে (Whatsapp) সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা।
নিজস্ব প্রতিবেদন: হোয়াটসঅ্যাপ বিপর্যয়! বিশ্বজুড়ে কাজ করছে না হোয়াটসঅ্যাপ (Whatsapp)। শুক্রবার ভারতীয় সময় রাত ১০.৫৫ মিনিট থেকে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। তবে 'Downdetector'-র দাবি, রাত ১০.৪০ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না। এমনকি ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েবে (WhatsApp Web) লগ ইন করতে পারছেন না। কাজ করছে না ইনস্টাগ্রামও। ফেসবুক ম্যাসেঞ্জারেও সমস্যা হচ্ছে বলে দাবি 'Downdetector'-র। কী কারণে সমস্যা তা এখনও স্পষ্ট নয়।
downdetector.com-র দাবি, বিশ্বজুড়ে কাজ করছে না ফেসবুকের ম্যাসেঞ্জার (Facebook Messenger), হোয়াটসঅ্যাপ (Whatsapp) ও ইনস্টাগ্রাম (Instagram)। ইনস্টাগ্রামে (Instagram) সমস্যার অভিযোগ করেছেন ১২ লক্ষের বেশি ব্যবহারকারী। হোয়াটসঅ্যাপে অভিযোগের সংখ্যা ২৩ হাজারের বেশি। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত হোয়াটসঅ্যাপের তরফে কোনও প্রতিক্রিয়া আসেনি।
আরও পড়ুন- ভারতের রাজকীয় ট্রেন ‘Golden Chariot’-র যাত্রা শুরু, দেখুন ছবিতে