নিজস্ব প্রতিবেদন: মার্ক জুকারবার্গের সংস্থা থেকে সরে দাঁড়াতে চাইছেন হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা জান কোম।  সূত্রের খবর, ডেটা নিরাপত্তা সংক্রান্তে জুকারবার্গের সঙ্গে মতবিরোধেই কোম এই সিদ্ধান্ত নিয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪ সালে প্রায় ১৯০০ কোটি ডলারে ফেসবুকের কাছে হোয়াটসঅ্যাপ বিক্রি করেন কোম। এরপর ফেসবুকের বোর্ড অব ডিরেক্টরসের সদস্য পদ গ্রহণ করেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই ফেসবুকের পদস্থ আধিকারিকদের কাছে তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোম। কিন্তু কবে সরছেন এ বিষয়ে কিছু জানা যায়নি।


আরও পড়ুন- ভারতের বাজারে আসার আগেই MI A2-র ফিচার এবং দাম জেনে নিন


উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বিক্রির সময় উপভোক্তার স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করার শর্ত দিয়েছিলেন কোম। ফেসবুক-সহ হোয়াটসঅ্যাপে তথ্য নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। সম্প্রতি কেমব্রিজ অ্যানালিটিকা দাবি করে প্রায়  ৮০ লক্ষেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি গিয়েছে। ওই সব তথ্য নিয়ে প্রভাব খাটানো হয়েছে মার্কিন নির্বাচন সহ রোহিঙ্গা সমস্যার মতো একাধিক ঘটনায়। এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ ফেসবুক কর্তাও।  কিন্তু এখানেই জল থেমে থাকেনি। ফেসবুকের সমালোচনা করে ‘ডিলিট ফেসবুক’ নামে একটি হ্যাশট্যাগ  তৈরি করে প্রচার চালান হোয়াটসঅ্যাপের অন্যতম প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। তিনি গত নভেম্বরে ফেসবুক সংস্থা থেকে পদত্যাগও করেন ।


আরও পড়ুন- যে কোনও পুরনো ডঙ্গল বদলে পেয়ে যান নতুন JioFi! মিলবে ২,২০০ টাকার ক্যাশব্যাকও!


প্রসঙ্গত, ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন ইয়াহু’র প্রাক্তন এই দুই কর্মচারী ব্রায়ান অ্যাকটন এবং জান কোম। ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকেও টেক্কা দিতে শুরু করে হোয়াটসঅ্যাপ। ২০১৩ সালে ৪০ কোটি গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, এমনই দাবি ছিল তাঁদের।


আরও পড়ুন- এ বার অফলাইনেও Paytm!