সারা দেশে কিছুক্ষণের জন্য বসে গেল হোয়াটস অ্যাপ
নিজস্ব প্রতিবেদন: আধঘণ্টার জন্য দেশ জুড়ে অকেজো হয়ে গেল হোয়াটসঅ্যাপ। শুক্রবার দুপুর ২টো থেকে দেশজুড়ে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারছিলেন না কেউই। কিন্তু ঠিক কী কারণে এমন হল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে না পারার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন অনেকেই। ফেসবুক, টুইটারে ছেয়ে গিয়েছে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে না পারার অভিযোগ।
সাবধান! হোয়াটস অ্যাপ ডাউনলোডে মারাত্মক বিপদ!
টুইটারে এক ব্যক্তি লেখেন, 'হোয়াটসঅ্যাপ খুলছে, কিন্তু মেসেজ পাঠানো যাচ্ছে না।' #WhatsappDown হ্যাশট্যাগে মেসেজে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া।