নিজস্ব প্রতিবেদন: পরীক্ষা চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার এক নতুন ভার্সন আনছে হোয়াটসঅ্যাপ। এর জন্য আপডেট দেওয়াও শুরু হয়েছে। এর ফলে মোবাইলের পাশাপাশি মোট ৪টি ডিভাইসে হোয়াটস্যাপ ব্যবহার করা যাবে। ল্যাপটপে ব্যবহার করতে গেলে এখন থেকে আর বারবার আর লগ ইন করতে হবে না। পাশাপাশি মোট ৪টি ডিবিইসে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এতদিন পর্যন্ত যে কোনও একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করা যেত। এবার তা বেড়ে হচ্ছে ৪টি। এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলে অন্য ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ চালু থাকবে। অর্থাত্ এতদিন কোনও একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকতে গেলে ফোনে নেট কানেকশন থাকতে হত। এবার তা না থাকলেও চলবে। তবে টানা ১৪ দিন ফোন অফলাইন থাকলে ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগ আউট হয়ে যাবে।


কীভাবে ব্যবহার করা যাবে


ল্যাপটপ বা ডেক্সটপে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলতে হবে।


ফোনেও হোয়াটসঅ্যাপ খুলতে হবে।


স্ক্রিনের ডানদিকে ৩টি ডটে গিয়ে লিঙ্ক ডিভাইস-এ ক্লিক করতে হবে।


এটি করার পরই একটি QR কোড স্কান করার অপশন দেবে।


এবার ল্যাপটপ বা ডেক্সটপে ওই কোড স্কান করলেই সেখানে এটি ব্যবহার করা যাবে।


আরও পড়ুন-Behala: স্ত্রীর মৃত্যুসংবাদ শুনেই হার্ট অ্যাটাকে মৃত্যু স্বামীর, বেহালা দম্পতির মর্মান্তিক পরিণতি