নিজস্ব প্রতিবেদন: হাতে আর মাত্র ৪ দিন।  ১৫ মে মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি ( Whatsapp new privacy policies) না মানলেও ভারতীয় ইউজারদের মিলবে 'শাস্তি'। তবে অ্যাকাউন্ট ডিলিট হবে না বলে জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ ( Whatsapp) কর্তৃপক্ষ। 'শাস্তি' অর্থাৎ অনেক পরিষেবা আপনার হাত থেকে কেড়ে নেওয়া হবে। পরিষেবা সীমাবদ্ধ হয়ে যাবে। ইউজাররা আর আগের মতো হোয়াটসঅ্যাপের ( Whatsapp) সমস্ত সুবিধা পাবেন না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে না নিলে কী কী  পরিষেবা পাবেন না?


  • অনেক ফিচার বদলে দেওয়া হবে বলে জানান হয়েছে।

  •   new privacy policies মেনে নেওয়ার জন্য ১৫ মে-র পর ১২০ দিন সময় দেবে Whatsapp। এই সময়ে অর্ধেক ফিচার ব্যবহার করতে পারবেন না।  

  • ইউজারদের কাছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে। Video-Audio, দু’রকম হোয়াটসঅ্যাপ কল আসবে, কিন্তু হোয়াটসঅ্যাপে না ঢুকে ইউজাররা মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না।

  • কিন্তু ১২০ দিন পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এতে আপনার পুরোনো যাবতীয় চ্যাট মুছে যেতে পারে।