WhatsApp-র প্রাইভেসি পলিসি না মানলে অ্যাকাউন্ট ডিলিট হবে না, কিন্তু মিলবে `শাস্তি`
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে না নিলে কী কী পরিষেবা পাবেন না?
নিজস্ব প্রতিবেদন: হাতে আর মাত্র ৪ দিন। ১৫ মে মধ্যে হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি ( Whatsapp new privacy policies) না মানলেও ভারতীয় ইউজারদের মিলবে 'শাস্তি'। তবে অ্যাকাউন্ট ডিলিট হবে না বলে জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ ( Whatsapp) কর্তৃপক্ষ। 'শাস্তি' অর্থাৎ অনেক পরিষেবা আপনার হাত থেকে কেড়ে নেওয়া হবে। পরিষেবা সীমাবদ্ধ হয়ে যাবে। ইউজাররা আর আগের মতো হোয়াটসঅ্যাপের ( Whatsapp) সমস্ত সুবিধা পাবেন না।
হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে না নিলে কী কী পরিষেবা পাবেন না?
অনেক ফিচার বদলে দেওয়া হবে বলে জানান হয়েছে।
new privacy policies মেনে নেওয়ার জন্য ১৫ মে-র পর ১২০ দিন সময় দেবে Whatsapp। এই সময়ে অর্ধেক ফিচার ব্যবহার করতে পারবেন না।
ইউজারদের কাছে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসবে। Video-Audio, দু’রকম হোয়াটসঅ্যাপ কল আসবে, কিন্তু হোয়াটসঅ্যাপে না ঢুকে ইউজাররা মেসেজ পাঠাতে বা পড়তে পারবেন না।
কিন্তু ১২০ দিন পর অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে তখন নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। এতে আপনার পুরোনো যাবতীয় চ্যাট মুছে যেতে পারে।