নিজস্ব প্রতিবেদন: মেটার (Meta)মালিকানাধীন এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ (WhatsApp) একটি নতুন বৈশিষ্ট্য এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে কাজ করছে বলে জানা গেছে। এই নতুন বিশিষ্টটি ব্যবহারকারীদেরকে হোয়াটসঅ্যাপের সাহায্যে অন্যদের সঙ্গে বড় মাপের ফাইল এবং মিডিয়া শেয়ার করার সুযোগ দেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্র মারফত জানা গেছে, হোয়াটসঅ্যাপ শীঘ্রই আর্জেন্টিনায় (Argentina) "মিডিয়া ফাইল সাইজ" বৈশিষ্ট্যের পরীক্ষা শুরু করবে যা ব্যবহারকারীদের ২জিবি পর্যন্ত সাইজের মিডিয়া ফাইল শেয়ার করতে দেবে। বৈশিষ্ট্যটি প্রাথমিকভাবে আর্জেন্টিনার বিটা পরীক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটি শীঘ্রই আর্জেন্টিনার বিটা পরীক্ষকদের Android এবং iOS উভয় ডিভাইসেই পাওয়া যাবে।


বর্তমানে শুধুমাত্র ১০০ এমবি পর্যন্ত ফাইল শেয়ার করা সম্ভব। হোয়াটসঅ্যাপ সম্প্রতি সমস্ত ব্যবহারকারীদের জন্য বহু-প্রতীক্ষিত মাল্টি-ডিভাইস ব্যবস্থা চালু করেছে।


আরও পড়ুন: Triumph Tiger Sport: ভারতের বাজারে এসে গেল Triumph-র নতুন বাইক, জেনে নিন কত দাম আপনার শহরে


এখনও পর্যন্ত, এই বৈশিষ্ট্যটি হোয়াটসঅ্যাপের অপ্ট-ইন বিটা টেস্টিং প্রোগ্রামের অধীনে ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। আপডেটটি এই মাসে iOS ব্যবহারকারীদের কাছে রোল আউট হবে, এবং পরবর্তী মাসে একটি অ্যান্ড্রয়েড রিলিজ হবে।


নতুন আপডেটের সাহায্যে, ফোন ছাড়া অন্য মাধ্যমে প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য আপনার প্রাথমিক ডিভাইসটিকে অনলাইনে থাকতে হবে না।


পেয়ার করা ডিভাইসে লাইভ লোকেশন দেখা সম্ভব নয়। হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে সম্প্রচার তালিকা তৈরি এবং দেখা বা লিঙ্ক প্রিভিউ সহ বার্তা পাঠানো সেকেন্ডারি ডিভাইসগুলিতে করা যাবে না।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)