জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরেই লক্ষ লক্ষ ইউজারের মাথায় আকাশ ভেঙে পড়ছে। কারণ বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্য়াপ (WhatsApp)। কারণ ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরনো অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ আগামী মাস থেকেই বেশকিছু আইফোনেও কাজ করবে না হোয়াটসঅ্যাপ। এই মডেলগুলোতে হোয়াটসঅ্যাপ চালাতে হলে সেগুলো আপগ্রেড করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Vodafone Idea: 'মানুষ 4G-5G নিয়ে ভাবিত নন', শহরে জুড়ছে আরও ৯ স্টোর, আন্তর্জাতিক স্বীকৃতি পেল Vi 


হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। আগামী ১ জানুয়ারি থেকে অনেকগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করা বন্ধ করতে চলেছে। নতুন বছরের প্রথম দিন থেকেই মেটার এই জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ২০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না। তালিকায় রয়েছে স্যামসাং, মটোরোলা, এইচটিসি, এলজি এবং সনির একাধিক সংস্থার স্মার্টফোন।


৯-১০ বছর আগের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷ হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৷ এমনকী iPhone 5s, iPhone 6 এবং iPhone 6 Plus-এর মতো পুরনো মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা।  এক নজরে দেখে নিন কোন কোন ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ:


Samsung Galaxy S3


Samsung Galaxy Note 2


Samsung Galaxy S4 Mini


Motorola Moto G (1st Gen)


Motorola Razr HD


Moto E 2014


HTC One X


HTC One X+


HTC Desire 500


HTC Desire 601


LG Optimus G


LG Nexus 4


LG G2 Mini


LG L90


Sony Xperia Z


Sony Xperia SP


Sony Xperia T


Sony Xperia V


তবে iPhone ব্যবহারকারীরা ৫ মে, ২০২৫ পর্যন্ত নতুন ডিভাইসে ডেটা ট্রান্সফার করার সুযোগ পাবেন। এদিকে উৎসবের সিজনে হোয়াটসঅ্যাপ বিশেষ কিছু অফার নিয়ে এসেছে সকলের জন্য। মেটার অধীনে রয়েছে হোয়াটসঅ্যাপ। তারা বড়দিন এবং নতুন বছরের আগে বিশেষ কয়েকটি নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপে। এগুলি ২০ ডিসেম্বর থেকে শুরু করে ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। 



আরও পড়ুন, Indian Industrial News: জার্মান জায়ান্টের সঙ্গে জুড়ল কলকাতার সংস্থা, ১০০০ কোটির টার্গেটে এবার হবে বিশাল...


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)