নিজস্ব প্রতিবেদন: একাধিক ফোনে বন্ধ হতে চলেছে হোয়াটসঅ্যাপ। পয়লা নভেম্বর থেকেই এই নতুন নিয়ম আসতে চলেছে। অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এমন নিয়ম জারি হয়েছে৷ ব্যবহারকারীরা যদি এখনই তাদের চ্যাটের ব্যাক আপ না রাখেন তাহলে সমস্যায় পড়তে পারেন। হোয়াটসঅ্যাপ অনেক ডিভাইসে কাজ নাও করতে পারে আগামী মাস থেকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হোয়াটসঅ্যাপ চালিয়ে যেতে আপনাকে হোয়াটসঅ্যাপ চলতে পারে তেমন ফোনে কাজ করতে হবে। তবে আইফোনের ডিভাইসগুলিতে কাজ করবে। তাই যাদের ফোনে হোয়াটসঅ্যাপ ৪.০ কিংবা তার পুরনো ভার্সান রয়েছে তাদের ফোনে কজ করবে না। সোমবারের আগেই তাই সাবধান হোন। 


কীভাবে বুঝবেন আপনার ফোনে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে কি করবে না? এর জন্য চেক করে নিন এভাবে-


ফোনে Visit Settings > About phone এ গিয়ে দেখে নিন শেষ আপডেটের বিষয়ে।


যদি ফোন Android 4.0.4 র কম হয় তাহলে বদলাতে হবে ফোন, নচেত কাজ করবে না।


আরও পড়ুন, Facebook Renamed: নাম বদলে ফেসবুক হল Meta, নামের মানে জানেন?


আগাম সতর্কতা নিয়ে আপনি চ্যাটের ব্যাকআপ নিয়ে নিন।


হোয়াটসঅ্যাপে গিয়ে WhatsApp settings, click to Settings > Chats > Chat backup > Back up to make a backup করে নিন।


৪০ টিরও বেশি মোবাইল ফোন রয়েছে যার উপর হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে। সেই তালিকায় আছে Samsung: Galaxy Trend II, Galaxy SII, Galaxy S3 mini, Galaxy Xcover 2, Galaxy Core & Galaxy Ace 2 ফোনগুলিও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)