ওয়েব ডেস্ক:  "@"। আপনার ল্যাপটপ, কম্পিউটারের কি বোর্ডটা খেয়াল করুন। ২ সংখ্যার উপরে, শিফট ২ লিখলে যেটা আমরা খুব ব্যবহার করি সেই @, বটনটা আমাদের খুব প্রয়োজন হয়। কিন্তু জানেন কী এই বটনটা একটা সময় কি বোর্ড তুলে ফেলা হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারণ মনে করা হয়েছিল এটা কি বোর্ডে অনর্থক রাখা হয়েছে। ইউরোপের কিছু দেশে বেশ কিছু বছর কি বোর্ডে "@"শব্দটা তুলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল শুধু শুধু অকাজের এই বটনটা রেখে কী লাভ! কিন্তু ভুলটা ভাঙে কিছুদিন পর। দেখা যায় ই মেল পাঠানো থেকে শুরু করে অনেক কিছুতে "@"চিহ্নটা খুব প্রয়োজন হচ্ছে।


 


জানেন কেন key বোর্ডে F আর J কি দুটির ওপর দাগ দেওয়া থাকে