ওয়েব ডেস্ক: এখন যুগটাই স্মার্টফোনের। বেসিক ফোনের সময় পেরিয়ে গিয়েছে। বেসিক ফোন এখন প্রায় ইতিহাসের পাতায়। সমীক্ষা বলছে, ১০০ জনের মধ্যে ৯৮ জন মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। অর্থাত্‌ মানুষের মধ্যে স্মার্টফোনের চাহিদাও বেশি। আর হবে নাই বা কেন। মোবাইল কোম্পানিগুলি নিজেদের কোম্পানির চাহিদা বাড়াতে সাধ্যের মধ্যেই ঢেলে স্মার্টফোন বিক্রি করছে। সেই সুবাদে প্রায় সব হাতেই এখন স্মার্টফোন। এত তো কোম্পানির স্মার্টফোন সারা বিশ্বে বিক্রি হচ্ছে। কিন্তু এটা কি জানেন কোন কোম্পানির স্মার্টফোন সারা বিশ্বে সবথেকে বেশি বিক্রি হয়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


অনেক কোম্পানির স্মার্টফোন বিক্রি হলেও আমরা সাধারণত দেখে থাকি যে, মানুষ স্যামসঙ কিংবা নোকিয়ার স্মার্টফোনই বেশি পছন্দ করে। অন্যান্য স্মার্টফোনের তুলনায় একটু বেশি দাম হলেও, 'ইউজার ফ্রেন্ডলি' হওয়ার জন্য এর চাহিদা বেশ ঈর্ষাজনক। কিন্তু আমাদের এই ধারণার সঙ্গে সারা বিশ্বের ছবিটা একেবারেই এক নয়। চায়না কোম্পানি ওপো কয়েক বছর ধরে আমাদের দেশে ব্যবসা করছে।  শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বে ওপোর স্মার্টফোনের চাহিদা সবথেকে বেশি।  শুধু চাহিদাই নয়, সারা বিশ্বে এই কোম্পানির স্মার্টফোন বিক্রির হারও সবচেয়ে বেশি।


স্মার্টফোনের প্রতিযোগিতায় ওপোর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে লেনোভো এবং স্যামসঙ।