জানুন মোদী থেকে ওবামা, শীর্ষ বিশ্বনেতারা কোন স্মার্টফোন ব্যবহার করেন
তথ্যপ্রযুক্তির দুনিয়া এখন। সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী এবং দেশের মাথারা সবাই এখন স্মার্টফোনের ভক্ত। প্রত্যেকের হাতেই হাই-ফাই ফিচার্সের নানারকমের স্মার্টফোন। স্মার্টফোনই একমাত্র জড়বস্তু, যা সমস্ত শ্রেণীর মানুষকে একসঙ্গে বশীভূত করতে পেরেছে। আমরা প্রত্যেকেই এখন স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু এটা কি জানেন, আমাদের বিশ্বের তাবড় তাবড় দেশনেতারা কোন স্মার্টফোন ব্যবহার করেন? আপনিও যে স্মার্টফোন ব্যবহার করছেন। হয়তো সেই একই স্মার্টফোন ব্যবহার করছেন আপনার প্রিয় দেশনেতাও। তাই দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশের মাথারা কোন স্মার্টফোন ব্যবহার করেন।
ওয়েব ডেস্ক: তথ্যপ্রযুক্তির দুনিয়া এখন। সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রী এবং দেশের মাথারা সবাই এখন স্মার্টফোনের ভক্ত। প্রত্যেকের হাতেই হাই-ফাই ফিচার্সের নানারকমের স্মার্টফোন। স্মার্টফোনই একমাত্র জড়বস্তু, যা সমস্ত শ্রেণীর মানুষকে একসঙ্গে বশীভূত করতে পেরেছে। আমরা প্রত্যেকেই এখন স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু এটা কি জানেন, আমাদের বিশ্বের তাবড় তাবড় দেশনেতারা কোন স্মার্টফোন ব্যবহার করেন? আপনিও যে স্মার্টফোন ব্যবহার করছেন। হয়তো সেই একই স্মার্টফোন ব্যবহার করছেন আপনার প্রিয় দেশনেতাও। তাই দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশের মাথারা কোন স্মার্টফোন ব্যবহার করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- iPhone 5
আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা- Blackberry
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন- Blackberry
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন- MTS Glownas 945
জার্মান ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল- Blackberry Z10
ফরাসী প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কোইস হল্যান্ডে- iPhone 5
পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ- Blackberry
উত্তর কোরিয়ার নেতা কিম জং- HTC Butterfly