ওয়েব ডেস্ক : অর্কুট বা ফেসবুকের মত সে হয়তো অতটা নাম করেনি। কিন্তু ইতিহাস ঘেঁটে যদি দেখি তাহলে সোশাল নেটওয়ার্কিং সাইটদের দুনিয়ায় সে প্রাচীনদের মধ্যে অন্যতম। জন্ম তার ২০০০ সালে। নাম ফ্রেন্ডস রিইউনাইটেড। অবশেষে ঝাঁপ ফেলল সে।


জনাকয়েক ব্রিটেনবাসী মিলে তৈরি করেছিলেন এই সোশাল সাইট। উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে বের করা। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয় হয়ে ওঠে সাইটটি। সদস্যসংখ্যা বেড়ে একসময় দাঁড়ায় ২ কোটি ৩০ লাখে। ২০০৫ ও ২০০৯-এ দু’বার অবশ্য ফ্রেন্ডস রিইউনাইটেডের মালিকানার হাতবদলও হয়। তবে, ফেসবুকের প্রবল প্রতিযোগিতার মধ্যেও টিকে ছিল সাইটটি। অবশেষে সে অবসর নিল।