ওয়েব ডেস্ক : পাসওয়ার্ড। অত্যন্ত গোপন তথ্য। ফাঁস হয়ে গেলেই সব বেহাত। ইমেল, এটিএম, ফেসবুক, ফোন, ল্যাপটপ.... সর্বত্র তথ্য সুরক্ষিত রাখার এক এবং একমাত্র উপায় পাসওয়ার্ড। কিন্তু অনেকসময়ই আমরা ঠিক পাসওয়ার্ড দিই-না। যার ফলে সাইবার অ্যাটাকের শিকার হতে হয়। হ্যাক হয়ে যায় অ্যাকাউন্ট। আজ ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে-তে জেনে নিন সুরক্ষিত পাসওয়ার্ডের খুঁটিনাটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মনে রাখবেন, একই পাসওয়ার্ড কখনও অনেকগুলি অ্যাকাউন্টে ব্যবহার করবেন না। একটি চুরি গেলেই, ব্যস সব শেষ... সেইসঙ্গে জেনে নিন, ২৭টি পাসওয়ার্ডের তালিকা যেগুলো আপনি কখনও ব্যবহার করবেন না-


১) নিউমেরিক্যাল সিরিজ- 11111111,  22222222, 33333333, 44444444, 55555555, 66666666, 77777777, 88888888, 99999999, 00000000


২) ক্রমবর্ধমান নিউমেরিক্যাল সিরিজ- 123456789, 1234567890


৩) ক্রমহ্রাসমান নিউমেরিক্যাল সিরিজ- 0987654321, 987654321


৪) নাম্বার কি সিরিজ- 741, 852, 963


৫) ইনভার্স নাম্বার কি সিরিজ- 147, 258, 369


৬) QWERTY স্টাইল ক্যারাক্টার- QWERTY, QWERTYUIO, ASDFGHJKL, ZXCVBNM


৭) রিভার্স QWERTY স্টাইল ক্যারাক্টার- POIUYTREWQ, LKJHGFDSA, MNBVCXZ


আরও পড়ুন, ফেসবুকে এখন থেকে আপনি আর এটা করতে পারবেন না!