ওয়েব ডেস্ক: সদ্য লঞ্চ করেছে সবচেয়ে কম দামের স্মার্ট ফোন ফ্রিডম ২৫১। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেক ইন ইন্ডিয়ার সঙ্গে নয়েডার স্মার্ট ফোন প্রস্তুতকারক কোম্পানি Ringing Bells-এর যৌথ প্রচেষ্টার এই মোবাইলটি তৈরি হয়েছে। মোবাইলটির দাম ধার্য করা হয়েছে ২৫১ টাকা। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই ফোনটিতে। আগামিকাল, বৃহস্পতিবার সকাল ৬:০০ টা থেকে বুকিং করা যাবে দুনিয়ার সবচেয়ে সস্তা 'ফ্রিডম ২৫১' স্মার্ট ফোনটি। এই ওয়েবসাইটের মাধ্যমে http://www.freedom251.com/।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ৪ ইঞ্চি ডিসপ্লে।



২) ১.৩ কোয়াড কোর প্রসেসর।



৩) অ্যান্ড্রয়েড ললিপপ।



৪) ৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ ডিভাইস।


৫) ১ জিবি RAM।


৬) ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা।


৭) ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।


রয়েছে স্বচ্ছ্ব ভারত অভিযানের মতো বিভিন্ন অ্যাপ। এছাড়াও রয়েছে থ্রি জি, ইউটিউব, ব্যাটারি ব্যাক আপ ও আরও অনেক কিছু। অন্যান্য স্মার্ট ফোনের তুলনায় এর ফিচারগুলি কম মনে হলেও মাত্র ২৫১ টাকায় স্মার্ট ফোন পাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।